Category

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের ভয় দূর করতে আয়োজিত হলো SLATO Exams App | Arithmetic Adventure Online Test

Published on November 14, 2022

2 min read

গণিত মানেই কি ভয়? অংক বিষয়টি নিয়ে অনেক মাধ্যমিক পরীক্ষার্থীর মনে থাকে এক অজানা ভয়। পরীক্ষার হলে অঙ্ক দেখে অনেক সময় হাত কাঁপতে শুরু করে। সেই ভয় দূর করে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই Krishworks Technology নিয়ে এসেছে SLATO Exams App। এই অ্যাপ বহু বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে উঠেছে।

২০২৬ সালের পরীক্ষার্থীদের কথা ভেবে অ্যাপটিতে যুক্ত হলো আরও কিছু বিশেষ আয়োজন। SLATO Exams App নিয়মিত অনলাইন মক টেস্ট এবং বিষয়ভিত্তিক গণিত পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীদের বাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সুবিধা দেয়। এতে সময় বেঁধে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে ওঠে এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে আরও ভালো প্রস্তুতির সুযোগ তৈরি হয়। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি এক অপরিহার্য অনুশীলনের মাধ্যম।

২০ জুলাই ২০২৫-এ প্রথম আয়োজন হয় Arithmetic Ace Online Test, যেখানে প্রায় ৯০০ জন ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। এই পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা পায় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। Arithmetic Adventure Series নামে পরীক্ষাটি আয়োজন করা হয়েছিলো , যা তিনটি স্তরে ভাগ করা হয় —Basic, Intermediate ও Advanced। Arithmetic Adventure Basic – ২৮ অগাস্ট ২০২৫ Arithmetic Adventure Intermediate – ২৯ অগাস্ট ২০২৫ Arithmetic Adventure Advanced – ৩০ অগাস্ট ২০২৫এ অনুষ্ঠিত হয় ।এই পরীক্ষাতে ছিলো মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষা দেওয়া ,স্মার্টফোনে পরীক্ষার সুবিধা এবং একাধিকবার অংশগ্রহণের সুযোগ দিয়ে ছাত্র-ছাত্রীদের নিজেদের দুর্বলতা কাটিয়ে গড়ে তোলে পরীক্ষার প্রস্তুতি। প্রতিটি ছাত্র/ছাত্রী পরীক্ষা দিয়ে আনন্দ প্রকাশ করেছে। এই অভিনব পরীক্ষাতে খুশি তাদের অভিভাবকরাও।

SLATO Exams App বাস্তব পরীক্ষার মতো অভিজ্ঞতা দেয়, দুর্বল দিকগুলো ঠিক করতে সাহায্য করে, সময়সীমা মেনে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তোলে এবং অনলাইনে সহজেই অংশগ্রহণের সুযোগ দেয়।পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ছাত্র/ছাত্রীরা নিজেদের রেজাল্ট এই App থেকেই দেখে নিতে পারে। এছাড়াও প্রতিটি প্রশ্নের সমাধান View Solutions-এ গিয়ে দেখে নেওয়ার সুযোগ পায়। যার ফলে ভুল হয়ে যাওয়া প্রশ্নের সঠিক উত্তরটিও জেনে যায়। নিয়মিত অনুশীলন ও মক টেস্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আত্মবিশ্বাস বাড়িয়ে গণিতকে ভয় না ভেবে নিজেদের একটি শক্তিশালী বিষয় হিসেবে গ্রহণ করতে পারে। SLATO Exams App সেই লক্ষ্যেই কাজ করছে, যাতে প্রতিটি পরীক্ষার্থী গণিতকে আপন করে নিয়ে মাধ্যমিকে সেরা সাফল্য অর্জন করে।

Other blogs

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের ভয় দূর করতে আয়োজিত হলো SLATO Exams App | Arithmetic Adventure Online Test

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের ভয় দূর করতে আয়োজিত হলো SLATO Exams App | Arithmetic Adventure Online Test

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের ভয় দূর করতে আয়োজিত হলো SLATO Exams App | Arithmetic Adventure Online Test

Shopping Cart
Scroll to Top