Slato E-Learning App এর সঙ্গে 2nd Part of Index শেখা
SLATO এটি একটি Best E-Learning App বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য আর এখানে গতকাল সূচকের ক্লাস তোমাদের খুব ভালো লেগেছিলো।
আর তাই আমি আজ তোমাদের এই সূচকের উপরে কিছু মজার সূত্র নিয়ে আলোচনা করবো।
তবে ক্লাসে প্রত্যেককে মন দিয়ে শুনতে হবে অন্যমনস্ক হাওয়া চলবে না।
আশাকরি আমার আজকের এই ক্লাসে তোমরা সবাই খুব ভালো ভাবে শিখতে পারবে।
এবারে যে সূত্র গুলো তোমাদের শেখাবো এখন আসি তার কথায়। ধরো একটি অঙ্ক আছে (2³)⁴ কিভাবে এর সমাধান করবে ?
সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল।
বুঝতে পারলাম খুব কঠিন হয়ে গেছে ওদের কাছে। ধীরে ধীরে আমি ওদেরকে বুঝিয়ে দিলাম। খুব সহজেই শিখে নিলো নিয়মটি।
আরো একটি সূত্র শেখানোর আমাকে অনুরোধ করলো সবাই। আর সেই সুযোগেই আমি ওদেরকে একটু কঠিন অনেক দিলাম।(2×3)⁴ এই অঙ্কটি কিভাবে সমাধান করবে ? প্রথম সূত্র ধরে অনেকে সেটা সমাধান করার চেষ্টা করলো
বেশ কিছুটা সমাধান করেও ফেললো ওরা। তারপর আটকে গেলো। আমি আবারো বোর্ডে অঙ্কটি বুঝিয়ে দিলাম।
ক্রমে বুঝতে পারলাম ওদের আগ্রহটা বেড়েই চলেছে তাই সকলেই এক বাক্যে আরো একটি অঙ্ক দিতে বললো।
ভাবলাম একটি অন্য ধরণের সমাধান দেওয়া যাক হয়তো একটু মজাদার হবে ওদের কাছে। (2/3)⁴ হয়তো তোমরা ভাবছো খুব কঠিন এই অঙ্কটি ?
আমি তো ভাবতেই পারিনি এই অঙ্কটা ওরা অনেকটাই সমাধান করে ফেলবে ,যতটুকু আটকে গেল সেটা হয়তো ওদের পক্ষে স্বাভাবিক।
কিভাবে এর সহজ সমাধান করা যায় সেটা ওদের দেখিয়ে দিলাম।
তোমরাও যদি এই ধরণের সহজ সমাধান গুলো শিখতে চাও তাহলে ভয়কে দূরে সরিয়ে SLATO App এ গিয়ে চটপট দেখে নাও ভিডিও টি।
আশ্বাস নয় বিশ্বাস থেকেই বলছি খুব সহজেই তোমরা শিখে যাবে অঙ্কগুলি। Best E-Learning জন্য Application টি Download করুন।
আরো জানতে subscribe করুন :-https://docs.google.com/forms/d/1Yhy5YMiMSuVZSVXwmiU8QReiV3CdudHTYzaWBuvJPww/edit
Follow us on :
Facebook website: https://www.facebook.com/Slatoapp
Instagram website : https://www.instagram.com/slatoapp/
LinkedIn website : http://www.linkedin.com/slatoapp/
Twitter website: https://twitter.com/slatoapp