- Posted on
- dev
- No Comments

কলকাতার পাইকপাড়ার অরিত্র ছোট থেকেই খুব শান্ত। পড়াশুনা নিয়ে বাবা- মাকে কখনো অভিযোগ করতে হয়নি। বাবা পেশায় LIC র একজন কর্মচারী। অরিত্রর পড়াশুনাতে যেন কোনো অবহেলা না হয় সেদিকে ছিলেন সদা সতর্ক।
সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে প্রাথমিক স্তর উত্তীর্ন হওয়ার পর অরিত্র যোগ দেয় কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। প্রতিটি বিষয়ের উপরে টিউশন ছাড়াও বাড়িতে গৃহ শিক্ষকের ভূমিকা পালন করতেন মা। সবার সতর্কতায় অরিত্র ক্লাসে প্রথম দশজনের মধ্যে নিজের স্থান করে নেয়।
অরিত্র এখন দশম শ্রেণীর ছাত্র। স্বপ্ন দেখে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার। এইসময়ে সারা বিশ্ব জুড়ে থাবা বসায় করোনা। একে একে সব স্কুল বন্ধ হয়ে যায়। সামনেই মাধ্যমিক ভেবে কুল পায় না অরিত্র। হঠাৎ একদিন ইন্টারনেট থেকে জানতে পারে কলকাতার একটি নামি সংস্থা SLATO নামক App এর মাধ্যমে অনলাইন মক মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছে। শুধু পরীক্ষাই নয় সাথে রয়েছে স্কলারশিপ । কাল বিলম্ব না করে অরিত্র নাম নথিভুক্ত করে ফেলে। মাধ্যমিকের আগে নিজেকে যাচাই করার একবার সুযোগ পায় সে। তারপর পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে অংশ নেয়। SLATO র ফলাফল প্রকাশের পর জানতে পারে প্রথম পাঁচ জনের মধ্যে সে স্থান করে নিয়েছে।

SLATO র প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাৎকারে অরিত্র জানায় যে অংক তার প্রিয় বিষয়। পড়াশুনার সাথে সিন্থেসাইজার বাজানোর সখ আছে তার। এতো কিছুর মাঝেও আগামীদিনে নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে ভাবছে অরিত্র। ওর ভাবনা সফল হোক আমরা সকলেই সেই কামনায় করি।

ফোনের মাধ্যমে পরীক্ষার ব্যাপারে বিশদ জানতে চান ?
Features of SLATO APP :
- Video lessons on all Chapters of Mathematics class 9 & 10.
- Conceptual questions after every topic that questions your understanding.
- Assessment on every chapter every 2 weeks.
- Self practice Quizzes where you can see scores instantly.
- Important Questions and their solutions.
- All Bengal Mock Madhyamik Test Series