ক্লাসের মধ্যেই মধ্যপদের সমাধান(digital learning app)।
(digital learning app)
আমাদের অংকের ক্লাস আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।
ক্লাসে আর কেউ অনুপস্থিত থাকতে চায় না, সকলেই অন্তত মিনিট দশেক আগে এসে হাজির হয়।
এতদিনে আমার ছাত্র /ছাত্রীরা সবাই বুঝে গেছে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় ,কিংবা কিভাবে বীজ বা roots বের করতে হয়।
আর এই ধারণাগুলি পরিষ্কার থাকলে সকলের ক্ষেত্রেই সমাধানগুলি সহজ হবে।
আজকের বিষয় ‘মধ্যপদ সহগ পদ্ধতিতে সমাধান ‘ .হয়ত নাম শুনেই সবাই চমকে উঠতে পারে অথচ খুব সহজেই এর সমাধান করা যায়।
দেখো কিভাবে এই ধরণের অংক গুলোর আমরা সমাধান করবো। বোর্ডে প্রথমে আমি ওদের অংকটা দিলাম।
দেখেই সবাই বুঝতে পারলো যে কিভাবে করতে হবে।
তা সত্ত্বেও আমি ওদেরকে দেখলাম কিভাবে মধ্যপদ সহগ বিশ্লেষণ করতে হবে ,এই ক্ষেত্রে ধ্রুবকের কি ভূমিকা থাকে ? কিভাবে তার সাথে সামঞ্জস্য বজায় রেখে সমাধানটি বের করতে হয়।
সকলের মুখে একরাশ হাসি ফুটে উঠলো। সমাধানটি ওরা কতটা শিখলো সেটাও আমাকে একবার দেখে নিতে হবে তাই ওদেরকে কিছু সমাধান করতে আমি দিলাম। সকলেই চেষ্টা করলো সেগুলি সমাধান করতে। প্রায় অধিকাংশরাই সমাধান করে ফেললো।
কয়েকজন কে আমি হেল্প করলাম মাত্র।
এক দারুন অনুভূতি হলো আমার এই যে এখন কেমন সবাই নিজে থেকে নিজের অংকটা বুঝে বুঝে করে।
তোমরাও ঠিক এমনটাই পারবে যদি আমার ভিডিও গুলি SLATO APP (digital learning app) থেকে দেখে নাও।
Follow us on
Our Facebook Page :click here
Instagram website : click here
LinkedIn website : click here
Twitter website: click here